ভালবাসার রেশমি পথে
বিনিসুতোর মালা গেঁথে
শর্ত চুক্তির মূল্য বিনে
কে যে কারে নিচ্ছে কিনে
কেউ জানে না, কেউ জানে না।
জমেছে প্রেমের হাট-বাজার
কেনা-বেচার ধুমসে দেদার
কার চোখ কে করছে কানা
বিক্রি হচ্ছে কোন সে জনা?
কেউ বোঝে না, কেউ বোঝে না!
সেই সে হাটের এমনি ধারা;
কার ডাকে কে দিচ্ছে সাড়া
করছে না ভেদ সাদা কালোর
নয়'ত প্রভেদ তিমির আলোর
কেউ দেখে তো কেউ দেখে না।
ভালবাসার সেতু বেয়ে
আসছে যোজন পাড়ি দিয়ে
অন্তর্জালের সীমা ছেড়ে
হৃদয়খানা নিচ্ছে কেড়ে
কার কোথা বাস কেউ জানে না
মনের টানের নেই সীমানা।