দিনের কাছে ধার নিয়ে কিছু সময় রাত্রিকে দিতে চেয়েছিলাম
কিন্তু রাত্রিরা ধার উধারে তেমন পটু নয়
ছমিরন বেওয়ার বন্ধকী সম্পত্তির মতই পুটলি বন্ধনী
আলগা হয়ে হয়ে কখন যে ফুরিয়ে যায়।
কদমতলীর হাটে বেলা অবেলায় পসরা সাজায় নয়ন ঢালি
নয় তো ভিখ মাগে চিনু মাঝির ফেরিঘাটে
ওরা দিনকানা কি রাতকানা বোঝা যায় না
তবু খাবি খায় কেতনের ফেলে যাওয়া শূন্য ভিটায়।
রাতকে বলেছিলাম ক্লান্তির শ্রান্তিতে ডুবে থেকো না
আমার কথা শুনবে কেন? সে যে রঘুনাথের চেলা!
সময়ের সময় নেই, অসময়ের বালাই নেই
চেতনের চেতনা বিছিয়ে ভুরভুর অবিরত ঘুম যায়।
সুসময় আর আসে না,
তাদের পথ চাওয়াও ফুরায় না।