সীমাহীন সীমান্তে কথা তো ফুরায় না,
থাকে কিছু অভিলাষ কিছুতে হারায় না।
জলদের গুড়ু গুড়ু
কথা ভাসে উড়ো উড়ো
শ্রাবণ বরিষণে ভাসে তারা সংগোপনে
কিছু কথা তবুও নিঃশেষ হয় না মনে।
নীল নদে ভাসে কিছু কথকের আলেয়া
বুদবুদ সমিরণে জুড়ে রয় দখিনা মলয়া
আবেগের কণা রেণু
প্রকাশে তা রঙধনু
মনময় জুড়ে রয় কথকের অভিপ্রায়
মুক্তির তৃষ্ণাতে প্রাণ করে হায় হায়।
কথা যদি বাজারের পসরা হতো
পেটফোলা কথাগুলো বেচা যেতো
দিনমান আনচান
কথাকলি উপাদান
নিভৃতে নিরালায় মনে মনে আউড়াই
বলার সময় এলে কথা ভুলি, খেই হারাই।