হিরণ্ময় দিবসের কাছে ধার করা
এইসব নীরস রাত্রি একা কেঁদে ফেরে
নিপাট বিছানার একান্ত শিথানে জাগে সুরহারা পাখি
উথাল পাথাল ঢেউয়ের বুকে জানি সে কোন ঝড়ের তাণ্ডব?
প্রিয় ফুল, ভালো লাগা - অশান্ত চত্ত্বরে ঘুমায়
ভালোবাসার অনন্ত মূল, তৃষিতের আর্ত বিলাসে,
সমাদরে শোষিত রাত্রির আঙ্গিনা হেসে খেলে গায়
যাপনের ছিন্ন গাথা, শোভিত কবিতার বাণী।
পূণ্য তিথির বিভ্রান্ত চরণ এলোমেলো পদবিক্ষেপে ক্লান্ত,
নুয়ে পড়ে শ্রান্তির শূন্য চরায় সূর্যোদয়ের প্রতীক্ষায়
ঊষার রক্তিম লাজ পূর্ব গগনে আবির ছড়ায়
মায়াবী আবেশের সুখশয্যায় আশিসটুকু রেখে যায়।
অন্যায্য বিরহে অশান্ত রাত্রি মলয় বিজ্ঞপ্তি হাতে
তখনো কাঁদে দিবসকে ভালো বেসে বেসেই।
কী সুধা চয়নে জাগে স্বপ্নের নিশাচর
বেফাঁস নয়ানে নাব্য ধারাপাত বহে অবিরল...
কী সুখের আশে ইতিউতি ঢুঁ মারে ভানুমতি চক্করে
খুঁজে মরে বৃথা কোন আলেয়ার বাতিঘর?
মিলনে বিরহে বাজে চেতনার চেনা সুর
অবহেলা সয়ে তবু হেসে লুটায় আয়েশি রোদ্দুর।