(গীতিকবিতা)

ঠিকানা যদি না ই দিবে তবে
ভালোবাসা কেন দিলে?
মনটাকে নিয়ে ছেলেখেলা খেলে
অবহেলে ফেলে গেলে!
ভালোবাসা কেন দিলে?
ঠিকানা যদি না ই দিবে তবে
ভালোবাসা কেন দিলে?

বুনেছি কখন স্বপনের নীড়
ছিলো চোখে শত তারাদের ভিড়
মনে তো ভাবিনি প্রভাত বেলায়
যাবে পাখি নীড় ফেলে
ভালোবাসা কেন দিলে?
ঠিকানা যদি না ই দিবে তবে
ভালোবাসা কেন দিলে?

কুহক ছলনায় মিছে আশা পুষি
ভাগ্যকে কেন মিছেমিছি দূষি
ভেবেছি যা ফুল ছিলো যে তা ভুল
সে ভুলের মালা পরিয়াছি গলে
ভালোবাসা কেন দিলে?
ঠিকানা যদি না ই দিবে তবে
ভালোবাসা কেন দিলে?

আঁধার নিশীথের নিবিড় যাতনায়
ভ্রান্ত স্বপনের অসার বেদনায়
জুঝেছি একাকী খুঁজেছি কারণ
তবুও বুঝিনি; যাবে ঊষা দিক ভুলে
ভালোবাসা কেন দিলে?
ঠিকানা যদি না ই দিবে তবে
ভালোবাসা কেন দিলে?