দখিন দুয়ারী মনের জানালাটা ছিল খোলা
সেই অবকাশে কে যেন চুপিচুপি ঢুকে পড়ে হৃদয় বাসরে
আটপৌরে জীবনের গলিপথে বিড়ালতুষি পদসম্ভারে আসে,
সন্তর্পণে ক্রীড়া করে স্মৃতির চৌকাঠ ধরেই।
চেয়ে দেখি; নব যৌবনা নদীটি যেথায় নিয়েছে খেয়ালি বাঁক
দাঁড়িয়ে সে কিশলয় আনমনে প্রতিবিম্ব ফেলে সুগন্ধি সমীরে।
যুগের প্রবাহে হারিয়ে গেছে -
সেই যে অশান্ত খোঁয়াড়ে বন্দি নদী,
অপন মনেই কানাকানি করে মনের খড়খড়ি ধরে।
উতলা হৃদয় যে কোনকালে বর্গা দিয়েছিল তেভাগা স্বত্বের অংগীকারে
সন তারিখ তার কিছুই মনে নেই আজ। তবু তার অনু্যোগের অন্ত নেই
চিৎপ্রকাশে তাই চিত্তের বিহ্বলতা, ইতস্তত গড়গড়ি যায়।
খেয়াপাড়ে বাঁধা সেই স্বপ্নের ভরা নদী
নোনতা স্মৃতির পীড়ন-তোষণে কোফ্তা-কাবাবে নয় পটু
চিত্তাগ্রহের আনুরাগী খেয়াল কেঁপে কেঁপে উঠে
সুরেলা বাতাস বহে অচিন্ত প্রমোদের দেয়াল ছুঁয়ে।