(শিশুতোষ ছড়া)
হলে না-হয় হুতুম পেঁচা
নাকটি থাকতো বোঁচা
ঝড়-জলে হতো না দিতে
আচ্ছা কষে মালকুচা।
দিনের বেলা লুকিয়ে থাকতে
সূর্যের আলো দেখতে না
তাইতে তোমার নামটি হতো
লক্ষ্মীছাড়া দিনকানা।
গাছ-কোঠরে বাসা করে
থাকতে তুমি আরামে
কেউ পেত না তোমার দেখা
শীত গ্রীষ্ম কি গরমে।
খোকার ডাকটি নকল করে
আধাঁর রাতে উঠতে ডেকে
তাই না শোনে খোকাবাবু
উঠতো কেঁদে ভীষণ হেঁকে।
দুর্গা পূজায় তোমার কদর
যেতো অনেক বেড়ে
লক্ষ্মীর বাহন হয়ে সবার
নিতে নজর কেড়ে।
তোমার ব্যথা কেউ বোঝে না
লক্ষ্মীছাড়া বলে কেন্?
লক্ষ্মীর বাহন লক্ষ্মীপেঁচা
তাই কি গো আর যেন-তেন!