ঋতুরাজের ‘সাহস টিকা’
আধো ঘুমে চেতনা জাগালো –
প্রশান্ত সকাল আমার
ঝরাপাতার মর্মরে উন্মন হলো।
মন মেতেছে এই ফাগুনে
রঙ বাহারী সুর তোলে
রঙের আবীর ছড়িয়ে দাও
আজ, ওই দখিনা হিন্দোলে।
দল মেলে যায় অন্ধকারে
বাতাস-কাঁপা বেতস পাতা
চিকনা গায় ধরে রাখে
অমা রাতের নীরবতা।
উগ্র তাপস হারিয়ে গেলে
শীর্ণ নদীর ঐ পাড়ে
সারাদিনের ক্লান্তি মুছে
আধফালি রোদ ঘরে ফিরে।
পাখ-পাখালি কূজন কোলায়
সান্ধ্য নীড়ে সুর তোলে
শঙ্খ আযান মঙ্গল ধ্বনি
সন্ধ্যাপ্রদীপ উঠলে জ্বলে।