যদি আসে ঝড়, ঘিরে চারিধার
সুপ্ত চেতনে জাগাও প্রাণের জোয়ার
প্রজাপতি রোদ্দুরে সুখের দোলায়
ভালোবাসার স্বপ্নকণা উড়ে উড়ে যায়।
চেতনার রোদে জ্বলে শত সাধনা
কামনার বৃষ্টি ভেজা সুখ-ভাবনা।
শুক্তোর পেটে জাগে মুক্তোর অভিলাষ
বিন্দুর সিন্ধুতেই এঁকে যাই নীলাকাশ।
যত সুখ যাপনের সুবাসিত বিলাসে
আমলকি কড়া স্বাদ স্বপ্নের প্রতিভাসে।
পথ সে তো একটাই - উদাসী আঙিনায়
বারবার ফিরে আসি ওই চেনা নীলিমায়...