(যুগলবন্দি কবিতা)
আসরের কবিদের মধ্যে ভ্রাতৃত্ববোধের স্মারক হিসাবে প্রায়ই কোন বন্ধু অপর বন্ধুকে নিয়ে কবিতা লিখেন, কবিতা উৎসর্গ করেন কিংবা যৌথভাবে যুগ্ম-কাব্যও রচনা করেন। আজ আসরের শক্তিমান কবি কামরুন্নাহার রুনুর সাথে আমার তেমনি এক যৌথ প্রয়াস।
অ. বুলবুল - হা-- ভাদর, মাহে ভাদর -
এ কী তোমার কুজ্ঝটিকার খেলা!
শরতের আলপথে ভাসাও
কোন স্বপ্ন মেঘের ভেলা?
কা. রুনু - শরৎ এলো বলে
কাশফুলের শিরায় শিরায়
ভালো লাগার আচ্ছাদনে
ঢেকে দিতে এলাম
অনুভূতির সবকটি নদী।
অ. বুলবুল - ওই চেনা মন - কত যে অচেনা
হায়, কত নিশি ঘোর
হয়ে গে'ল ভোর
তবুও তো পেয়েছি কালের রচনা!
কা. রুনু - এতো দরকষাকষি জানিনে বন্ধু
পাথরের কণায় রাখিনি পা,
সময়ের আলপথ ছুঁয়ে তবু
আছি বসে আমি দূরে
কোথাও, অনতি দূরে...
অ. বুলবুল - দূরে কোথাও দূরে
অনন্ত ভাবনার অন্তঃপুরে
এ কাহার নিবাস, কার ভালোবাসা?
কে বা জানিয়ে যায়
শারদ বিরহে যাপনের আশা?
ছেঁড়া হৃদয়ের উষ্ণ কণিকায়...!
কা. রুনু - কী যে হ'ল আজ,
আঁচলে রেখেছি চাঁদের উচ্ছ্বাস
আমি ছুটে চলি দিগন্তের ওপার
আর তুমি!
বীজ বুনে যাও দারুণ উৎকণ্ঠার...।