শূন্য তটিনী কাঁদে:
ওই জীবন নদীর দোদুল দোলায়,
কাল-বিনাসী কালবেলা
পাহাড়-গিরি ভাবনা-নদী
খায় গিলে সে অবলীলায়!
শূন্য তটিনী কাঁদে আজ
বিরহ ব্যথায়।
মনে কি গো পড়ে কিছু
কবে যেন খুলেছিলে হিসাবের খাতা?
ভুল কষে লিখে গেছো,
একে একে ভরে গেছো জীবন পাতা!
তা-ই আজ দেখো সবই
লাগে যেন ফাঁকা বারতা!
ছিলো মনে সে কি আশা -
সোহাগের প্রতিদানে প্রীতি ভালোবাসা
ভেবেছিলে শুধু নিবে, দিবে না কিছুই!
বলি; শূন্য বাখারি কি গো
আপনিই ভরে, নিরসিত হলে
কভু, ফুল চয়নে?
যে আশিস শির ‘পরে
পড়তো ঝরে অকাতরে কোথা গেলো আজ সেই
স্নেহ-প্রীতি-অনুরাগ, যত ছিলো দান,
ভুল করে ভেবেছো কি সকলই তোয়াজ
সবই তার যায় ভেসে
সে কী! নিদারুণ স্রোতে?