সূর্যমুখী প্রত্যাশা:
এমনি কোন দুঃস্বপ্নের শেষে
যদি জাগে ফের মায়াবী আদর,
আর কোন সুরেলা অনুভব -
বাতাবীর লাল কোয়া ছুঁয়ে
বেলা অবেলার ঝুরঝুরে
স্মৃতি রেণু!
কিছু সূর্যমুখী প্রত্যাশার তৃষিত বিলাস
আনমনে ফের ডুবা ফের ভাসা;
চষে ফেরা অচেনা নিলয়
তীর হতে বহুদূর বিছানো -
সেই প্রত্যাশার চাদর
অনন্ত আশার স্বপ্নবয়ন!
জীবন কী তবে এমনি যাবে বয়ে
আদা-জল পানে বিষম খেয়েই
সময়ের বুদ্বুদ ভ্রুণে আস্থা রেখে!
ডুবা ভাসার স্বপ্ন দেখাতে ফের
অচেনা শুকপাখি ডাকে –
আয় রে আয়।
শকুন ঠোঁটের ঝুলন্ত মায়ায়
জাগবে কি তবু আশ্বাসের ছায়া
মরু-চাতকের ঠোঁট ভিজবে কেন
নিরীহ কথার বিলাসী টানে?
পরিহাস ছলে দিনান্তে জাগে ফের
রঙের মায়া।