আসরের কবি, লেখক, পাঠক, সম্মানীত এডমিন, অতিথি পাঠক ও শুভানুধ্যায়ী বন্ধুদের সবাইকে শায়দীয়/ঈদ শুভেচ্ছা জানাই। কামনা করি সবাই আনন্দঘন ঈদ ও ছুটি উদযাপন শেষে সুস্থ শরীর-মনে ও কুশলে যথাযথ গন্তব্যে ফিরে আসবেন। ঈদ ও ছুটি উদযাপন শেষে আবার আমরা কবিতা পাতা সরব করব।
বন্ধুরা, এই কদিন তেমন কোন লেখা পোস্ট করা বা মন্তব্য দেয়া হচ্ছে না, হবার আশাও কম। তবু অভ্যেস কী আর সহজে ত্যাগ করা যায়? তাই সময় পেলেই মোবাইল বেয়ে হলেও উঁকিঝুকি তো দেবোই নিশ্চিত। তবে সরব উপস্থিতি জানাবার সুযোগ খুবই কম। এখনো দুকথা মোবাইল থেকেই লিখছি। এই অবসরে সবার কাছে ছুটি চেয়ে নিচ্ছি। আশা করি আমার এই সাময়িক অনুপস্থিতিকে সয়ে নিবেন।
প্রিয়জনের সান্নিধ্যে সবার ঈদ ও ছুটি আনন্দময় হোক,
স্মৃতিঘন ও সুখকর হোক - সেই কামনা রইল।
সবার জন্য অনন্ত ভালোবাসা।