অজানার নিঃসঙ্গ দ্বীপ:


বুক ফাটা পিপাসায়
এক ফোঁটা শিশির বিন্দু...

স্মৃতির উড়নাখানি উড়ে চৈতন্যের বাতাসে
অসীমের দুরন্ত হিমবাহে
আলুলায়িত পথিক
রচনা করে একাকী আকাশ –
                   অজানার নিঃসঙ্গ দ্বীপ

আর,
ক্লান্ত প্রাণ মাথা ঠুকে
আপন নিয়তির পদমূলে
              চিন্তনে কম্পনে কেঁপে উঠে
বসুধার প্রাণ।

বিস্মৃতির পঙ্ক্তিমালা ছিঁড়েখুঁড়ে খায়
অহরহ  
সম্ভবনার তাবত লেখা;
যা ছিল ললাট রেখায়...            
                     আদি হতে অনন্ত।