অন্তরীক্ষে যাত্রা:
কোন অন্তরীক্ষে যাত্রা -
...নিশ্চয়তার আস্তাবল ছেড়ে?
একমুখী পথ,
ঠিকানা যার পাতালগহ্বর –
সীমাহীন…
অন্ধকার পুরী
সূচাগ্র অন্তরীপে শিশিরের কণা?
তায়, আরাধ্য জীবন ঠেঁসে
আপনার হাতে ঠুকে দেয়া
নিজ কফিনের শেষ পেরেক শলাকাখানি!
তবে কি থেমে যাবে
বিভূতির বিছানো পরশ?
জীবনের সকল কুশিশ,
নির্বাণ প্রার্থনা –
সেই কি গো অমোঘ ব্রত!
আত্মহত্যা মহাপাপ জানি,
তবু কি নই আত্মঘাতী মোরা?
পণেও সমাপনে
তা-ই তো করছি নিয়ত!