বিরহ বলয়:
দেখি ওই...
বিষয়ের কুরুক্ষেত্রে কেমন
আটকে গেছে সময়
স্থাবর চিন্তায় দেউলিয়াত্বের নোটিস,
অনুভবের তন্ত্রীতে বাজে এ কী!
বিরহী গান?
বিরহ বলয়ে মোড়া সাতাশ-এগারো ক্ষত
অচেনা প্রহর,
অজানা জীবন,
মুমূর্ষুক্ষণ –
ওইক্ষণে জীবন চির-জড়বৎ।
সামন্ত চিন্তার উৎসমুখ যদি
যায় গো নিভে
জীবনের মওকা কিছু যায় খসে খসে,
দুর্ভিক্ষে কাঁপে চোখের পাতা;
খরা বহে হেথা,
নেই যেথা
আস্থা ভালবাসা............. ননীর সহবত।
শেকায়েত করো না বন্ধু -
এ তোমার নিয়তির খেলা।