দেখ - নিঃশব্দের পৃথাবীটা বনবন ঘুরছে
ফুল ফোটে পাখি গায় প্রজাপতি উড়ছে
কেউ যায় চন্দ্রপীঠে কেউ লালগ্রহে ছুটছে
কারো বা স্বপ্নটুটে আকাশ ভেঙে পড়ছে।
চাঁদ উঠে বাড়ে কমে চাঁদ ডুবে যায়
মনের চাঁদ অক্ষয় সদা স্মৃতির মায়ায়
আমি তুমি একা একা আছি যার যার
ভালবাসার সেতু পেলে হই একাকার।
প্রজাপতি রোদ্দুরে ভালো লাগা কণায়
ভালবাসা উড়ে ধায় কতশত ভাবনায়
ভালবাসার সাত রঙ ফুল হয়ে ফোটে
অলির পরশে সে সোহাগীত হয়ে উঠে।
ঝরা পাতার স্মৃতির ভুল ফাগুয়ার রাগে
বাসন্তি প্রভাত রঞ্জিত কোন অনুরাগে?
জগৎ ছেনে ভালবাসা যতই কুড়াও ভাই
মায়ের মমতার তুলে কিছুরই জুড়ি নাই।