বৃষ্টিতে ভিজে যাবো
তবু জানালাটা খোলা –
কিসের মায়ায়? সে ছায়া
দেখতে কি পাই আকাশ তারায়?
তা কি কেবলই মোহ,
নয় কি সে আবেশের মায়া?
আড়ালেই থেকো প্রিয়,
নিঃসীম নিরলে আনমনে চেয়ো,
অলখে দাঁড়াবে কখন এসে,
কী শোভা বাড়াবে?
পিদিমের ক্ষীণ আলোয়
সে ছায়া প্রদীপ্ত নয়!
জীবন প্রদীপ সেদিন যখন
যাবে গো আঁধারে মিশে
কাঁদবে কি স্মৃতি ধরে,
মুছবে আঁখি আঁচলের কোণে
গোপনে সইবে বিরহ ব্যথা
ভাসবে কি শ্রাবণ নীরে?
কেন তবু ভাবাবেগে জড়াতে চায়
এ মন অলীক মায়ায়?
যে শূন্যতা এখনো কাঁদায়
ভীষণ ওগো প্রিয়বালা
এ প্রাণ জুড়াবে কিসে
ঘুচবে কি গো বুকের জ্বালা?