জানি না, এমন বিষণ্ন সাগর -
কী করে মাতে ভ্রম-কূজনে! নির্লিপ্ত পাখির মতো;
ডানা ঝাপটায় - ঝেড়ে ফেলে প্রবোধের মায়াবী আদর
সন্তাপিত মনে গুনগুন আঁকে বিষণ্নতার মরমিয়া গাথা।
সুরের মূর্ছনায় ভেজা সকাল কিংবা চিত্রার্পিত দুপুর
রোদের জেল্লা ঠোঁটে নিমেষেই গিলে খায় অনুভবের সরল ছটা
চিরন্তন অস্তিত্বের বিপন্ন ধূসর প্রহর
প্রজাপতির ডানা থেকে খসে পড়ে ঝুরো ঝুরো।
অভ্র-পলিশ ঝাঁ চক্চক দন্তমালার হীরক দ্যুতি
সহসা মলিন তাম্বুল রসে বিবর্ণ ব্যাদান...
সন্তর্পনে বলে যায় অসহায় সময়ের দুঃসংবাদ।
ফুরিয়েছে স-ব...
এই সময় আর বলবে না বিজয়ের কথা
গাইবে না জীবনের কোন গান।