হৃদয় দিয়ে আঁকা হৃদয় এক
ঝুলেছিলো মননের গৃহকোণে
দীপ্ত প্রখর যে মুখশোভা বিছানো
ছিলো কবিতার আলপনায়
স্মৃতির জাদুঘরে সে মুখ লুকালো কোথায়
খুঁজে ফেরা বৃথাই জাগতিক কল্পনায়!
অবুঝ হৃদয় পারে না বোঝতে
মানে না কিছুতেই মন
নবীন পাতার পেলব জমিনে ধরে রাখা
যে ছবি ফুটেছিলো শিশিরের স্বচ্ছ ফোঁটায়
তারে খোঁজে মরে বৃথাই পথিক কেন
কে গো সেই পথহারা যাযাবর?