ভালোবাসার সকল দুয়ার
দাও খুলে আজ এই প্রাতে
মুক্তধারায় স্নান করে নাও
প্রেম যমুনার পূত স্রোতে।
প্রাতে ফোটা ফুলের মতো
দুই চোখ যার হাসতে পারে
আপন পর ভুলে সে জন
পরকে বুকে টানতে পারে।
সেই মানুষটির কোথায় বাস
কোথা বা তার বাড়ি-ঘর
জানতে বড় সাধ হয় যে
লইতে তার মনের খবর।
মুগ্ধ বিভাস যায় ছড়িয়ে
আপন পরের বাঁধন টুটে
সীমার মাঝেও অসীম হয়ে
ভালোবাসার তৃষ্ণা লুটে।
প্রেম-বাউলের একতারাতে
ঝরে পড়ে হাজার তারের টান
হৃদয় ছেপে ছড়িয়ে পড়ুক
ভালোবাসার লক্ষ-কোটি গান।