বড় মাথা বড় বুক
মুখ ভরা মিঠে বোল
চোখে নেই ঘুম তার
বাঁচাইতে জাতি কুল।
দেশ জাতি ভাবনায়
নেতাজির ঘুম নাই
খুঁজে দেখ নেতাজির
কত আছে চিকনাই।
দিন যায় রাত আসে
যদু মধু তড়পায়
নেতাদের হাতা হয়ে
তারা কিছু করে খায়।
ভাগ্যের চাকা ছুঁতে
কেউ করে হায় হায়
নেতা মরে বেশি খেয়ে
ভরা বুকে আই-ঢাই।
নেতাদের তেল মেরে
কত ‘তেনা’ খোলতাই
ছেঁড়া কাঁথা হয়ে উঠে
বাহারেতে রোশনাই।