প্রেমের ওই ঘোর লাগা আকাশে
কী জানি কি বিলাসে
জানি না কখন
হারিয়েছি মন কী পুলক হরষে
ডুবে ব্যথা বেদনায় দিন তো কেটেই যায়
রাত যে কাটে না হায়! নির্ঘুম বিছানায়।
এ কী শাপ দিয়ে গেলে বন্ধু -
চৈত্রের বুক ফাঁটা নিদাঘে, কেন
শ্রাবণের বান জাগে এ প্রাণে?
কি দিয়ে জুড়াবো বলো, এই পোড়া বুকটি
আলোহীন আলেয়ার পিছু কত ছুটবো?
...তবুও কাটে না ঘোর ওই মায়া হরিণের!
ওগো সুহাসিনী, ওগো প্রিয় ভাষিণী
মায়াবিনী ওগো প্রেমকাড়া মধু ফাঁদ
ওগো মোর দুঃখ-শোকের কালো চাঁদ
প্রেম হয়ে কেন তবে এসেছিলে জীবনে
ঘনঘোর শ্রাবণ-রাতে, জোনাকের আলো হাতে
হৃদয় বিকিয়ে সেদিন আমি হয়েছিনু নিঃস্ব।