আড়ম্বরের ঈদ শুধু নয়
নিত্যদিনের খুশি চাই
গরীব-দুঃখী ভুখা-নাঙা
সুখী যেন হয় সবাই।
ঈদটি আসুক সবার ঘরে
নিত্যদিনের ক্লেশ ঘুচে
থাকবে না আর ভেদ-ভেদাভেদ
কে উঁচুতে, কে নিচে।
ঈদের খুশি বিলিয়ে যাই
সবার ঘরে ঘরে যে
সবাই যেন একই সুখে
শরিক হতে পারে যে।
ঈদ হলে গো মধুর এমন
বিভেদ মুছে যাবে রে
গরীব ধনী মিলাবে বুক
এক পঙক্তিতে খাবে রে।
গরীবরা আজ ধনীর ঘরে
আড়াই শতক দাবিদার
ধনীরা তাই করুক আদায়
দরদ নিষ্ঠা আছে যার।
এই সুবিচার সমাজমাঝে
যদি গো হয় চর্চিত
আমির-ফকির ভেদ রবে না
কেউ হবে না বঞ্চিত।
সমাজ বলি তন্ত্র বলি
এর বেশি আর সাম্য কি
তন্ত্র-মন্ত্রে কতই দিলো
তার বেশি আর শান্তি কি?
- - - - - - - - - - - - - - -
** আমার প্রাণের বন্ধু জুলকার-নাইন ডালিমের প্ররোচনা ও উদ্দীপনায় কতই না কবিতা লিখি, এই কবিতাটিও তেমনি একটি ফরমায়েশি কবিতা। বন্ধুকে ঈদের উপহার দিলাম।