কবি ‘ছড়া-ওয়ালা’র “স্বাভাবিক ঘটনা” কবিতায় প্রণিত হয়ে লেখা:
http://www.bangla-kobita.com/01946492333/post20160625040021/
কবিতাটি কবি ‘ছড়া-ওয়ালা’কে উৎসর্গীত।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

গাদুদের পুকুরেতে
               কত জলই খেয়েছি
জল তবুতো কমেনি
               বারেবারেই নেয়েছি।

জল খেয়েছি তৃষ্ণাতে
               নয় তো কোন ঘটনা
জলে ডুবে খেলে জল
               কেউ কখনো বোঝে না।

হেন জাদুর বিদ্যাটি
               মন্টির আছে জানা বেশ
ডুবে ডুবে জল খাওয়া  
               হবে না তার কভু শেষ।

ডুবে জল সবেতে খায়
               তবু দোষ খোঁজে মন্টির
সার্জারী করাবে তাই
               পোড়া-কপালে নামটির।