কবি স্বপন কুমার মজুমদারের “এসো ছন্দ-মানিক ছড়াই”
ছড়ার জবাবে আমার আত্মপক্ষ সমর্থন –
কবিতার লিঙ্ক:
http://www.bangla-kobita.com/skm1958/post20160626070539/
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
কণাখানিক ছন্দ-মানিক
যদি আমি পেতাম
ছন্দ কথায় নীরস পাতা
সরেস করে দিতাম।
কবির শিষ্য হবো আমি
তেমন যোগ্যতা কই!
পড়তে গেলে মাথা ঘুরে
ছন্দ আর মাত্রার বই।
ছন্দ শেখায় ফ্যাসাদ ভারি
মাত্রা গোনা লাগে
এখন দেখি আর পারি না
যেমন লিখতাম আগে!
অঙ্ক তবু কষতে পারি,
মাত্রাটি গুনতে নয়;
মাত্রার আছে নানান কিসিম
বুকেতে জাগায় ভয়।
তাইতো লিখি এলোমেলো
যেমনটি মনে চায়
মুক্তগদ্যে যা খুশি তাই
লেখার স্বাধীনতায়।
আমার মত কবির তরে
খাসা এক ফর্মুলা
ভেদ করি না চিবিয়ে খেতে
হোক কলা কি মূলা।