এই পথের ধুলোয় কুড়িয়ে নে সব আনন্দ
নিবি তো নে-রে নে সুখ; আছে সে দেখ জীবন্ত
তুলে নে নভো-কুসুম লোপাট করে বসন্ত
নে-রে আজ পথের ধুলোয় খুঁজে নে সব আনন্দ।
মনেরই কপাট খুলে, নিবি কী সুখ নে-রে তুলে
ভুলে যা তোর যা ছিল ঘোর
থাকিস না আর ঘুমন্ত - চোখ দুটি কর ফুটন্ত,
নে-রে আজ পথের ধুলোয় খুঁজে নে সব আনন্দ।
দেখরে ওই বাঁশের পাতায়, খেলে কী সুখ আলোছায়ায়
মেঘ এড়িয়ে হাসছে প্রদীপ চাঁদনী মায়া ঝুলন্ত
বইছে সমীর সুমন্দ, সুখ আছে দেখ অনন্ত
নে-রে আজ পথের ধুলোয় খুঁজে নে সব আনন্দ।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
* কবিগুরুর “আমার এই পথ চলাতেই আনন্দ”
গানটির ছায়ায় রচিত।