যদি স্মৃতির পাতাখানি কখনো ঝলসে উঠে মানস পটে
নিবিড় বেদনা কিছু কি-বা প্রীতিসুখ আপনিই উঠে ফুটে
ক্ষতি নেই তাতে মগ্ন হতে, হারানো সময় হাতড়ে নিতে
মুখরিত হোক ভাবনা-বিলাস, সুখ কি-বা দুঃখ গীতে।
কাহারো স্মরণ যদি এনে দিতে পারে মুখভরা হাসি
কিংবা জীবন পল্লবে ভাসে দুঃখ বেদনা রাশি রাশি
স্মৃতি মন্থনে আঁসু ঘিরে আসে পোড়া নয়নের কোণে
হারানো দিনের ছায়া কিছু থাক না জেগে এই মনে।
কারো আঁখিতারা জাগে হৃদে স্বাতী নক্ষত্র হয়ে
কে গো বাজায় বীণ করুণ রাগিনীর সুর দিয়ে
নিজেকেই যদি দিবে ফাঁকি নিজের সাফাই গেয়ে
লাভ কী বন্ধু জানা পথ ছেড়ে অজানার সেতু বেয়ে?
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
* কবিতাটি আসরের প্রিয় কবি চঞ্চল কুমারের ‘মানরক্ষা’ কবিতায় অনুপ্রাণিত হয়ে লেখা। কবিতাটি সেই প্রিয় কবিকেই উৎসর্গ করছি। তাঁর কবিতার লিঙ্ক: http://www.bangla-kobita.com/chanchalkumar/post20160422055526/ ওই পাতাতেই বলেছিলাম; “মুড এলে এই কবিতার ছায়ায় আর একটি কবিতা তৈরী করব।“ আজ তা-ই করে দিলাম।