আমার আকাশে ছিলে তুমি মায়াবিনী চাঁদ
পেতেছিলে জীবনে সে কি কুহকিনী ফাঁদ?
চাঁদে তো বাতাস নেই
তবু কেন বয়ে যায় ঝড়?
মায়ার সরসী ছেপে কেন বুকে
জেগে উঠে ধূ-ধূ বালুচর?
যে প্রেম দিয়েছ তা কি শুধু ছলনা
পোড়া এ হৃদয়ে কেন জাগে বেদনা?
তুমি তো ঝরনা নও
তবু কেন দু-নয়নে অশ্রু ঝরাও?
কি ব্যথার স্বরলিপি আমার এ অন্তরে গাঁথি
স্মৃতির কাঁকণ বাজাও, ফিরে ফিরে চাও?
আধো-ঘুম জাগরণে কেন যাও নয়ন চুমে
নদীও তো নও যে, মিশে যাবে সাগর ভূমে;
বয়ে যাবে আনমনে বুকে স্রোত নিয়ে
তবু কেন ভাসি আমি এ কোন স্রোতে?
স্মরণের আলেয়া কেন পিছুটি না ছাড়ে
নির্জন নিশিথে জাগি সেই স্মৃতি হাতে।