আর কতকাল এমনি করে থাকবে দূরে
গাইবে শুধুই দূর পবনের বাঁশির সুরে!
সুরের ধ্বনি চিতপুরে যে ঢেউ তোলে
সেই বাণীতে কাঁপন জাগে হৃদয় টলে।
মুগ্ধ এ মন বিভোর করে
এমনি করে থাকবে দূরে
স্মৃতি ছোঁয়ায় কাঁপিয়ে হিয়া হিন্দোলে।
কখনো মন হারায় যদি অচিন হাটে
অচেনা কোন পানসি ভীড়ে হৃদয় ঘাটে
কেমন করে সইবে বল সেই অপলাপ
দহন জ্বালায় দেবে কি সেই নদীতে ঝাঁপ?
মায়ার বাঁধন ছিন্ন করে
কেমন করে থাকবে দূরে
মিটিয়ে জ্বালা ভ্রান্ত-ব্যথা শাপ-অভিশাপ।
হয়েছি তো বন্ধ কূপের বন্দিনী আজ
কুল বিনাশে হারিয়েছি শরম ও লাজ
যার তরে হায় তার বেঁধেছি হৃদয় বীণায়
মুখর কেন লুব্ধ কানন কোন সে মায়ায়?
মেদুর স্মৃতির বিধুর ব্যথা
কষ্ট বিলাস মনের কথা
করবে গোপন ঢাকবে সে কোন স্বস্তি ছায়ায়?