নূপুরের ছন্দপাতে উচাটন মনাঘাতে
স্বপ্নাকাশে সুরগুলো সব ভেঙে ভেঙে যায় রে
হৃদয়ের মৌন বীণায় কি তানের লহর উঠে
কিছু তার দেয় না ধরা ছু’তে নাহি পাই রে।
ছন্দবিহীন নদীর পাতন বন্ধাকাশের আধখোলা চোখ
জীবনের তীর ঘেঁষে রয় বিষাদের দিনগুলো কার
বিন্ধ্যাচলের পাহাড় কাঁদে সিন্ধু প্রিয়ার বিরহেতে
ঝর্ণা বহে উপত্যকায় ছল-ছলানো অশ্রু যমুনার।
কার ওই চোখের তারার উল্কাপাতের ছলকানিতে
হিয়ার কোণে রক্ত ঝরে চোখ ধাঁধিয়ে যায় আজি
কুঞ্জ-বিতান আঙিনা ঘিরে সময় তিয়াসা বারি
জাগছে ভুবন, খর্জুর বন - সঘন বিথীকারাজি।
প্রেমাসনে প্রিয়া তোমায় না-ই পাই আর যদি
হে চাঁদ ডুবে যাও, ঢাকুক তামসে পৃথ্বির এ দ্বীপ
পেলব কোমল ননীর অধর ওষ্ঠ পীড়নে দলুক
হৃদয় দুরবীনে সে ছায়াই আজ হোক না জরিপ।