এই ধরাধামে কত যে মানুষ হায়
কেউ কাছে আসে কেউ দূরে যায়
সবাই কি হয় আমার মনের মত
কত কী যে ঘটে নিত্য জীবনে
সবই তো আর হয় না ইচ্ছেমত।

মননে যাপনে সচকিত যতনে
দৃষ্টিটা কেন রাখি না শাসনে
অর্ধেক গ্লাশ খালি কেন ভাবি
অর্ধেক তার ভরা কেন নয়?
মনেতে পুষি একটি আশার ছবি।
  
ভাগ্য কী আর অমনি জোটে গো
আপনার হাতে গড়ি আপন ভাগ্য
অর্ধেক গ্লাশ খালির ভাবনা তাড়াও
মনোভাবখানা রাখো আশা জাগানিয়া
আধা গ্লাশ তো পানি রয়েছে ভরাও।

যে হাসিতে মুক্তোরাশি ঝরে অবিরাম
সেই হাসি ঝরায় প্রাণে জীবনের ঘাম
সে হাসিতেই মরি-বাঁচি হাতে নিয়ে প্রাণ
ষোলকলায় পূর্ণ শশী জীবনের যামে
হরষিত সুখবাসে সেই হাসি থাক অফুরান।