অস্বাভাবিক কিংবা অসাধারণ ভাগ্যবানরা আলাদা
কিন্তু একজন সাধারণ?
নিত্য ক্লেশে জীবনযুদ্ধ করতে করতে
সত্য জীবনের হাজারো বায়না পূরণ শেষে;
সন্ধ্যার প্রাক্কালে যখন রক্ত নীরব হয়ে আসে
সূর্য স্তিমিত হয়, দানাখুঁটা পাখিদেরও কোলাহল থামে
বাশঁবাগানের মাথা ছুঁয়ে মেঘের আড়ালে চাঁদ ষড়যন্ত্র করে
ভাগ্যক্রমে কেউ কেউ জীবনের অমূল্য স্বপ্ন –
একটা বাড়ি করার সামর্থ অর্জন করে,
বাকিরা আমৃত্যু স্বপ্নেই হাবুডুবু খায়।
অযুত বিড়ম্বনা সয়ে এক সময় সে স্বপ্নও হয়’ত
মাথা তুলে দাঁড়ায়, কিন্তু হায় –
ততক্ষণে তার ডাক এসে যায়;
নির্মূল্য বাড়ির দখলী-স্বত্ব পূরণের অলিখিত সমন
তার বাড়ির দরজার কড়া নাড়ে...