কি সুখে আছ পাখি,
কী সুরে গাইছ এখন জীবনের গান?
মনে কি পড়ে তারে
ভালবেসে একদা যারে
সঁপেছিলে জীবনের ধন-মন-প্রাণ?
জ্বালিয়ে স্মৃতির প্রদীপ
ব্যথার আখরে গড়েছ কি কাঁচের বাসর?
মনে পড়ে সারাক্ষণই
মন বড় অভিমানী;
সুখে ভেসে শোক পুষে হয়েছ পাথর!
যে কালো ভ্রমর পরাণ
কৌটা ভরে রেখেছিলে পরম আদরে ধরে
যত্নে মিলে রত্ন রূপ
ভালবাসায় অপরূপ
রেখ গো বন্ধু তোমার হৃদয় সিন্দুকে পুরে।