বন্ধুরা, নানান সমস্যায় কদিন পাতায় আসা হয় না।
অবশেষে এক 'ফানি' কবিতা নিয়ে পাতায় হাজির হলাম।
বস্তুতঃ দাপট দেখাতে নয়; মজা করতেই এমন কবিতার চাষ।
-----------------------------------------------------
আসছে কবির সবাক ছবি
হিন্দোলে ঝলমল
ফুটছে বুলি টলমলিয়ে
নির্ঝরে কলকল।
নতুন কিছু করব এবার
নতুন কিছু গড়ব
আকাশ গাঙে পাল উড়িয়ে
মার্সিডিজে চড়ব।
জোনাক আলোর প্রজ্জ্বলনে
করব জ্যোতির বিপণন
কৌমুদীতে জাগবে নেশা
গাইবে ভ্রমর অগণন।
হাওয়ার গলায় চড়াব ফাঁস
আকাশে কুসুম করব চাষ
নিলামে দেবো শীত সকাল
চাটবে ছাগল বাঘের গাল।
অমাবস্যার চাঁদের আকাশ
কারো ‘পরেই নেই বিশ্বাস।
ঝড়ো হাওয়ায় জ্বালিয়ে দীপ
সাগরে মিলাবো অন্তরীপ।
তবেই নাকি কবির খেতাবে
জুটবে আমার ললাটে
খেই হারাবে সকল কবি
আমার প্রবল দাপটে।