কিছু কথা; বলা হলে শেষ হয়ে যায়
কিছু কথা থাকে শুধু বাণী হয়ে রয়
কিছু কষ্ট-গাছ আছে বুকে জেগে থাকে
লতা কুশি ডাল পালা আপনিই জাঁকে।
কিছু মরণ সুখে বাঁচা দুর্বহ-দুখ থেকে
কিছু বাঁচা গ্লানিকর জীবন-দুর্বিপাকে।
কিছু স্বপ্ন এঁকে রাখি চোখের পাতায়,
সুখগুলো বাসি হলে স্মৃতিতে হারায়।
কিছু কিছু ঢেউ যেমন তীরে এসে ভাঙে
কিছু তার ভেসে থাকে সাগর তরঙ্গে।
কিছু আশা পুষে রাখি বুকের খাঁচায়
নিরাশার মাঝে তা-ই বাঁচার সহায়।