আসরের বন্ধুদের প্রতি অসীম প্রীতি ও শুভেচ্ছা জানাই।
কামনা করি; সবাই ভাল থাকুন।
অক্টোরর ২০১৪-তে নিবন্ধিত হওয়া অব্দি অনেক ঋদ্ধ কবি ও বোদ্ধা পাঠকের সাথে পরিচিত হয়েছি। এ যাবতকাল বহু কবি ও পাঠকের ভালবাসা পেয়েছি। আসরের কবিদের হৃদ্যতা ও ভালবাসা আমায় বিমুগ্ধ করেছে। আমার সৌভাগ্য যে, ইতোমধ্যে বহু কবির বৈচিত্রময় লেখার সাথে পরিচিত হয়েছি। অনেকের হৃদয়ের কাছাকাছি পৌঁছারও সুযোগ পেয়েছি - এ আমার পরম পাওনা। তাদের সবার প্রতিই আমার বিনম্র কৃতজ্ঞতা ও ভালবাসা জানাই।
এ যাবতকাল আমি পরম নিষ্ঠায় ও ভালবাসায় বন্ধুদের অনেক লেখা পড়েছি, পাতায় নিয়মিত উপস্থিতি ধরে রাখতে চেষ্টা করেছি। মতামত সহ যাথাসম্ভব আলোচনা ও গঠনমূলক নির্দশনা পেয়েছি ও দিয়ে এসেছি। অধিকাংশ বন্ধুই আমার সহযোগীতার যথার্থ মূল্যায়ন করেছেন, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।
দুঃখজনক সত্য যে, ইদানিং পাতায় নিয়মিত কবিতা পড়লেও ব্যক্তিগত সীমাবদ্ধতার দরুণ আগের মত সময় নিয়ে মন্তব্য ও মতামত দিতে পারছি না। তাই কবিবন্ধুদের প্রতি বিনীত কৈফিয়ত - ব্যক্তিগত সীমাবদ্ধতার এই অনুপস্থিতিকে যেন মার্জনা করেন। অচিরেই আবার আপনাদের মাঝে নিয়মিত হবার বাসনা রইল।
সবাই ভাল থাকুন, কবিতার সাথে থাকুন, নির্মল জীবন গড়ুন।
সবার আশীর্বাদ ও ভালবাসা আমার পাথেয় –