৮ অক্টোবর, ২০১৪ বাংলা-কবিতার আসরে নিবন্ধিত হয়ে কালের ভেলায় চেপে বাংলা-কবিতার আসর পরিক্রমণে ব্রতী হয়েছিলাম। দেখতে দেখতে কালের চক্রে আজ বছরটি পূর্ণ হলো। এই বর্ষপূর্তিতে সকল সতীর্থ কবি বন্ধু গুণগ্রাহী ও বাংলা-কবিতার মাননীয় এডমিনকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা। যাদের অপরিসীম ভালবাসা ও প্রেরণায় আমার মত এক অকবিও আসরে কবিতা লেখার স্পর্ধা ধরেছে... আজো টিকে আছে সবার ভালবাসা নিয়ে...
বর্ষ পরিক্রমার তুচ্ছ যাত্রায় নির্গুণ এই আমি সকল বন্ধু কবিদের ভালবাসায় ও সহযোগীতায় অনেক শিখেছি, অনেক ঋদ্ধ হবার সুযোগ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতেও এমনি করে সবার ভালবাসা ও প্রেরণা লাভে ধন্য হবার সুযোগ পাবো। বন্ধুদের নির্মল প্রেরণা আমার চলার পথে সাথী হয়ে থাকবে।
সবাইকে আমার প্রাণঢালা ভালবাসা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।