গত ৩ জুন, ২০১৫ স্বার্থপর ছেলে মারা যায়(!) সে-ই আবার ফিরে এসেছে দেখুন: “ক্ষমা করো আমায়”
http://www.bangla-kobita.com/selfish/post20150729013313/ তার মৃত্যুতে কত কবি কত মাতম করলেন, কত শোক, সমবেদনা জানালেন। কতজন কত পোস্ট দিয়ে তাকে স্মরণীয় করে রাখতে চাইলেন; কত উদ্যোগ আয়োজন...
সে চুপ করে বসে বসে সব উপভোগ করেছে। কবিতা পাতার কোন মহিলা কবিকে ভালবেসে সাড়া না পাওয়ায় না-কি সে ও-সব করেছে... পাতার কবিরা – যারা তার মৃত্যু-বেদনায় উদ্বেলিত হয়েছিলেন তারা এখন কি করবেন? আর মাননীয় এডমিনই বা কি করেন তা-ই দেখার বিষয়।