কত কথাই তো হয়ে গেল,
আরো যে কত রয়েছে বাকি
সুবিদ আখরে বিবিধ আচারে
দিন-রাত জেগে স্বপ্ন দেখি।
আপন মনেই পথ চলি
অবিকল তারে দেখি
মন ঘরে যারে ভেবে
ছায়াছবি হৃদে আঁকি।
স্বপ্ন-সুখের দোলায় দোলে
চিত্ত সুখের মরীচিকা
খিন্ন-প্রদীপ জ্বালিয়ে দেখি
মিথ্যে আশার জয়টিকা।
আঁধার জঠরে বুনব এবার
বিদিশার আলো-ছায়া
সবই যেন বৃথা জলো
ফাঁকি শুধু; আলেয়ার মায়া।
দেবার মত নেই কিছু যার -
কেবল হৃদয়টুকু ছাড়া
সে-ই না হ'ল আসল ধনী,
ধনবান হয় হৃদয়হারা।
আজ না হয় এমনই থাক
বলব কথা অন্যদিনই,
যখন প্রাণে থাকবে না আর
ক্ষিপ্র ঝড়ের জোর কাঁপুনি।