(লিমেরিক)

ছাদ-দেয়ালে ঘর, ভাঙলে পরেই আকাশ
ছন্দহারা কাব্যকলা, সুর হারালেই বাতাস।
নীল বারিধির উছল নদী
যায় বয়ে কই নিরবধি?
না এলে ভাব থামিয়ে লেখা হয় কবি হতাশ।