যত্নে ঢাকা রত্ন-ঝোলায়
আগলে রাখা রত্ন-কড়ি –
যৌবনের নিষ্ঠা দরদ সাধ সততা
বিনয় কুশল মনন প্রেম আর দক্ষতা,
এবার বয়েসকালের পল্টি দেখো;
কেমন ধারা কদর্যতায় ঝরে!

এক একটি রত্নের দামে
শান-শওকত আর অভিজ্ঞতা বাড়ে।
ঘন-ওজনদার, মান্য-বরেণ্য
হতে লাগে – আর একটুখানি ক্ষয়।
জ্ঞানী ও পূজ্য করে দেখো;
কেমনতরো কুট্-ক্যাচালের বোল!

বয়েস বাড়ার তালেই বুঝি
ঘুরছে রীতি-নীতি!
আলতো হাতের একটু পরশ বাড়ায় খ্যাতি,
ঘুচায় প্রীতি ও নিয়ম-নীতি
দিন হয়ে যায় রাত। রত্নঝোলা শূন্য করে
সাজতে মহান – হও হে পুণ্যবান(!)।
-----------------------------
* ঈষৎ পরিবর্তিত ও পরিমার্জিত কবিতাটি আমার ‘স্বপ্ন কাজল’ কাব্যগ্রন্থ (পৃষ্ঠা-১৬) থেকে নেয়া।