অতল ভরসা –

আত্মার দেউল – এই নধর কায়া।
আত্মা বিলীন হয় জীবনের ধ্বজা ধরে,
আত্মা সঞ্জীবিত জীবনের সুধা পানেই,
জীবন আত্মারই প্রতীক।
পল্লবিত জীবন আত্মার দোসর,
জীবন আত্মার পরিপূরক,
জীবন বায়বীয়, জীবন তরল, জীবন কঠিন,
সমূহ সম্ভাবনার অতল ভরসা মাত্র।

জীবন প্রকরণ –

কেমন বাস্পায়িত জীবন দে’খ -
নিগৃহীতের আর্তধ্বনির স্পন্দনে
জীবন জমে পাথর হয় -
শোক তাপের নিষ্পেষিত চাপে।
তরলায়িত জীবন খোঁজে মাতাল
সুরা পাত্রের কানায় কানায়।
ধূমায়িত জীবন যখন - ভণ্ড সন্নাসীর
কল্কি জ্বলে ভাবের আগুনে।
-------------------------------
** আমার দৃষ্টিতে বারবার নানান আঙ্গিকে দেখা জীবনকে কবিতায় তুলে ধরতে গিয়ে কবিতাটি অনেক বড় হয়ে গেছে। কবিতাটি ১৯৮৮ সনে লেখা; পাঠকের ধৈর্যের কথা বিবেচনা করে (নতুনভাবে সম্পাদনা ছাড়াই) পর্যায়ক্রমে দু'টি করে স্তবকের পোস্ট দেয়া হচ্ছে। কোন স্তবকে পূর্ণ ভাব প্রকাশ না পেলে অনুবর্তী অংশে সেই ভাবটি খোলাসা হবে - আশা করছি। ধন্যবাদ।