অমিয় রহস্য –

ফাগুয়ার লগ্ন পরশে ফোটা বসন্ত,
যেন জীবন এক কুসুমিত অরণ্য!
অসহায় জীবন নিয়তির হাতে
তুচ্ছ খেলার উপকরণ,
চিরস্থায়ী বন্দোবস্তের নীল দলিল,
যেন বা সাঁঝের আকাশে
জমে থাকা রক্তমাখা মেঘ,
কুয়াশার চাদরে মোড়া অমিয় রহস্য!


পিতার কাঁধে পুত্রের লাশ –

জীবন শিশুর ফোকলা দাঁতের হাসি,
পিতার কাঁধে পুত্রের লাশ,
বয়েসের আগেই অকালপক্ক কেশদাম,
জীবন আমার কীটধ্বংস প্রস্ফুটিত কুসুম
খোয়া উঠা রাস্তায় নাঙ্গা পায় হাঁটার
সে এক প্রাণান্ত কসরত।
জীবন ডাস্টবিনের ময়লায় শত
খাদ্য সন্ধানী বুভুক্ষু প্রাণের হাহাকার।