উদ্বাহু প্রচেষ্টা –
স্বপ্নের ধারক; তুষ্টি মানে অঙ্কুরোদগমে,
সমৃদ্ধি খোঁজে সবুজ ঘাসের সোনালী শিষে।
জীবন যেন গো ধেয়ে চলা নদীস্রোতে
প্রতিবিম্বিত অশ্বত্থ ঋষি,
যুগ-যুগান্তের আশায় বেদনায়
প্রবল ভরসা রাখা।
জীবন মানে সমূহ বিনাশেও
উদ্বাহু প্রচেষ্টার একপেয়ে খুঁটি।
লক্ষ্যে পৌঁছে থামা –
গতির প্রতিভূ – অনন্য জীবন
ধনুক থেকে ছুটে যাওয়া তীর
লক্ষ্যে পৌঁছে থামা।
জীবন যেন জন্মান্ধের দৃষ্টি প্রার্থনা,
অন্ধ বিহ্বর থেকে আলোয় ফেরা,
কালবোশেখির উন্মত্ত ক্রন্দন শেষে
জাগে ফের নতুনের পেলবতায়;
সাজায় অমরাবতী।
-------------------------------
** আমার দৃষ্টিতে বারবার নানান আঙ্গিকে দেখা জীবনকে কবিতায় তুলে ধরতে গিয়ে কবিতাটি অনেক বড় হয়ে গেছে। কবিতাটি ১৯৮৮ সনে লেখা; পাঠকের ধৈর্যের কথা বিবেচনা করে (নতুনভাবে সম্পাদনা ছাড়াই) পর্যায়ক্রমে দু'টি করে স্তবকের পোস্ট দেয়া হচ্ছে। কোন স্তবকে পূর্ণ ভাব প্রকাশ না পেলে অনুবর্তী অংশে সেই ভাবটি খোলাসা হবে - আশা করছি। ধন্যবাদ।