বিভীষিকা স্মৃতি –

জীবন যেন এক বিভীষিকা স্মৃতি,
ঘুম ভেঙে পাওনাদারের কেলী,
বাড়িওয়ালার ভাড়ার রসিদ -
মাসান্তে প্রদেয় দেনার বহর,
বৃদ্ধার রুগ্ন ফুসফুসে রুদ্ধ বায়ু -
কামারের হাপর উঠে-নামে,
ঝলসে দেয় আমার অস্তিত্ব;
ভোগের তাড়না তাড়ায় আমাকে অহর্নিশ!

সভ্যতার প্রাসাদ –

জীবন মানে সচ্ছলতার কড়চা -
ইতিহাস ভাঙিয়ে সভ্যতার প্রাসাদ গড়া।
জীবন সময়ের বাহক নিরবধি বহে,
কালের মোহনায় গড়ে তোলে ব্যাপ্ত প্রদেশ।
জীবন যেন জীবনবাবুর নৈসর্গিক বর্ণনা;
ধানসিঁড়ি নদী, কলমি দামের হাঁস
সলাজ ঊর্মি দলের সফেদ ফেনা,
তমালের ছায়ায় বন্দি সুখের আবেশ।
-------------------------------
** আমার দৃষ্টিতে বারবার নানান আঙ্গিকে দেখা জীবনকে কবিতায় তুলে ধরতে গিয়ে কবিতাটি অনেক বড় হয়ে গেছে। কবিতাটি ১৯৮৮ সনে লেখা; পাঠকের ধৈর্যের কথা বিবেচনা করে (নতুনভাবে সম্পাদনা ছাড়াই) পর্যায়ক্রমে দু'টি করে স্তবকের পোস্ট দেয়া হচ্ছে। কোন স্তবকে পূর্ণ ভাব প্রকাশ না পেলে অনুবর্তী অংশে সেই ভাবটি খোলাসা হবে - আশা করছি। ধন্যবাদ।