নিমিত্ত –

জন্ম জন্মান্তর ব্যাপী –
আহ্নিক-আবর্তে মিশে
শব্দের পদবাহী পরমাণু কোষে সমৃদ্ধি,
ক্ষয়িতের পরিক্রমায় ধূসরাভ উত্তরীয় যেন
শিল্পীর ক্যানভাসে পল্লবিত অঙ্কুর;
দল মেলে জীবনের ফুল।
সমৃদ্ধির পাহাড় ফুঁড়ে ঘন ইতিহাস
আমি এক নিমিত্ত তা’র!

ভৃগু –

জীবন আমার –
হিমায়িত স্বপ্নে পল্লবের জাল বোনা,
আনন্দ আবেগে মথিত বেদনায়
বিষম খাওয়া অনাহুত নোনাজল,
প্লাবিত নয়ন কোণে উদ্বেলিত সুখ,
সোহাগ লালিমায় ক্লিষ্ট অবোধ সুন্দর,
শ্বাপদ বিভীষণ; খোলা তরবারি হাতে
যেন সে এক নমস্য ভৃগু!
-------------------------------

** আমার দৃষ্টিতে বারবার নানান আঙ্গিকে দেখা জীবনকে কবিতায় তুলে ধরতে গিয়ে কবিতাটি অনেক বড় হয়ে গেছে। কবিতাটি ১৯৮৮ সনে লেখা; পাঠকের ধৈর্যের কথা বিবেচনা করে (নতুনভাবে সম্পাদনা ছাড়াই) পর্যায়ক্রমে দু'টি করে স্তবকের পোস্ট দেয়া হচ্ছে। কোন স্তবকে পূর্ণ ভাব প্রকাশ না পেলে অনুবর্তী অংশে সেই ভাবটি খোলাসা হবে - আশা করছি। ধন্যবাদ।