বন্ধুরা শুভেচ্ছা নিন।
একটা ব্যক্তিগত তথ্য শেয়ার করছি;
নিবন্ধিত হওয়ার পর থেকে ‘মজিবুর রহমান’ নমেই লিখে আসছিলাম।
আগে জানা ছিল না, ইদানিং দেখলাম একই নামে আরো একজন কবি আছেন এই আসরে। তাই বাধ্য হয়েই আমি আমার ‘নিক’ বদলে দিলাম। আসলে ওই নিকেই আমি বিভিন্ন সাইটে লিখে থাকি। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, এখন থেকে আমার ‘নিক’ হবে ‘অনিরুদ্ধ বুলবুল’
সবাইকে আন্তরীক ধন্যবাদ।
অনিরুদ্ধ বুলবুল