কটা-রোদের আঁচ বিকছিল বাজারেতে
মন দুই কিনে তার ফিরছিলাম হর্ষ চিতে
তাই দেখে দখিনা আড়চোখে চেয়ে থাকে
কোথা থেকে মেঘ এসে কটানুন জিভে চাখে।
কটানুন ধুয়ে ধুয়ে চোখ দুটি যায় ভেসে
দু'মণ দাঁড়াল গিয়ে দু'সেরেতে অবশেষে
কটা-রোদের আঁচ কিনে হলো নাকো পড়তা
কেনা-বেচার মাঝে আর থাকলো না সমতা।
জীবনের বেচা-কেনায় হিসাব মিলে না ভাই
সুর করে ধারাপাত তবুও তো গেয়ে যাই।
সব সুরে সব গান যায় না তো গাওয়া রে
ঢ্যাং ঢ্যাং নেচে যাই তাই-রে নাই-রে নাই রে।
সুখ-দুখ হাসি-গান অফুরান ঘরে আর বাইরে
জীবনটা ছুটে ধেয়ে ধিন্-তা-ধিন্ তাই-রে...