কত না গোপনে রেখেছি লিখে
পরমার মায়া প্রিয় তালিকায়
নিবিড় আদরে গেঁথেছি যতনে
সেই নামখানি প্রিয় মালিকায়।
কে গো তুমি সখা দিয়েছ কি সাড়া
প্রদোষহরা এ মুগ্ধ প্রাতঃকালে
দেবতার অর্ঘে পায় না তো শোভা
যে ফুল ঝরেছে কালের আকালে।
ভোরের পাখিরা তুলছে এখনো সুর
ফোটে ফুল স্নিগ্ধ অরুণ প্রাতে
অনুভবে তবু হয়নি বিলীন কিছু,
বেঁচে-বর্তে আছি প্রাণ ধরে হাতে।
রঙধনু নানা রঙে করে থাকে ভিড়
দোপাটি মনের গাঢ় নীলিমায়...
অযুত ঝাঁকের একটি মধুপ
ঘুরেফিরে আসে হেম সীমানায়।
শুনি পদ্মনিধি গোপন আলাপনে
নিরালা নিলয়ে শানায় চৌকষ রাত
দূর হতে পশে কানে নূপুরের নিক্বণ।
কাটছে হৃদয় তাতে কাটছে না হাত!
মন-ঝিলে ঝিকিমিকি তারা ঝিলমিল
আহা, প্রিয়তির এ কেমন মতি -
প্রাণপণে চষে ফিরে ভবের নিখিল
সুধায় রুখে না বিরাণ হিয়ার গতি।